“এটা বুকের মধ্যে পুষে রাখুক।” — কী পুষে রাখার কথা বলা হয়েছে? কী কারণে এই পুষে রাখা?
উওরঃ মতী নন্দীর বিখ্যাত সৃষ্টি কোনি উপন্যাসের দুটি প্রধান চরিত্র হলেন ক্ষিদ্দা অর্থাৎ ক্ষিতীশ সিং এবং দ্বিতীয়টি হলো কোনি। একবার ক্ষিতীশ সিংহ কোনিকে নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিল। সেখানে তিন ঘণ্টা ঘোরার পর দুজনে বাড়ি থেকে নিয়ে আসা খাবার খেতে বসেছিল। কিন্তু তাদের সঙ্গে খাবার জল ছিল না। এমতাবস্থায় কোনি তাদের পাশে খেতে বসা ছাত্রীদলের কাছে জল চাইতে যায়, কিন্তু একজন দিদিমণি তাকে ফিরিয়ে দেয়। পরে ওই দলের হিয়া মিত্র নামের একটি মেয়ে কোনিকে জল দিতে আসলে কোনি আগের অপমানের জবাব হিসেবে ওই জলের গ্লাস ফেলে দেয়। এভাবে কোনি ও হিয়া মিত্রের সংঘর্ষের ফলে, কোনির হিয়া মিত্রের প্রতি যে আক্রোশ প্রকাশ পায় জলের গ্লাস ফেলে দেওয়ার মধ্য দিয়ে,এখানে সেই আক্রোশ বা রাগটাকেই পুষে রাখার কথা বলা হয়েছে।
ক্ষিতীশ সিংহ এই কথাটা এজন্যই বলেছিল, কারণ কোনির শিক্ষক হিসেবে ক্ষিতীশ সিংহ সবকিছুই জানতো। শুধুমাত্র কোনি সম্পর্কে নয়.. একজন সাঁতার শিক্ষক হিসেবে ক্ষিতীশ সিংহ এইবিষয়েও অবগত ছিল, যে কে বা কারা জলে কোনিকে টেক্কা দিতে পারে।। কোনি হিয়া মিত্রকে চিনত না; কিন্তু ক্ষিতীশ এই হিয়া মিত্রকে চিনত। শুধু চিনতই না, সে জানত কোনির থেকে হিয়া মিত্র সাঁতারে অনেক ভালো অবস্থানে আছে। ক্ষিতীশ তাই মনে করেছিল হিয়াই কোনির ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী। এই অপমানের যন্ত্রণাই কোনিকে এগিয়ে নিয়ে যাবে। তাই হিয়াকে হারিয়ে অপমানের প্রতিশোধ নেবার বাসনা জাগিয়ে রাখবার জন্যই ক্ষিতীশ সিংহ এই অপমানটাকে পুষে রাখতে বলেছিল।
Tags :