WB Class 10 Bengal Suggestion 2023 || জ্ঞানচক্ষু গল্পের- মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩
![]() |
ক্লাস 10 জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উওর |
আজকের ব্লগ এই পোস্টে আমরা তোমাদের সঙ্গে, তোমাদের সামনের মাধ্যমিক বাংলা ( WB Madhyamik History ) পরীক্ষার জন্য, " ক্লাস টেনের প্রথম অধ্যায় " জ্ঞানচক্ষু " থেকে কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন তোমাদের সঙ্গে শেয়ার করবো। ( WB Madhyamik Bengali Suggestion 2023 | মাধ্যমিক ২০২৩ বাংলা সাজেশন ) আজকে আমরা শুধুমাত্র 3 এবং 5 মার্কের সাজেশন শেয়ার করবো। কারণ 1 মার্কের MCQ এবং SAQ প্রশ্ন উওর আমি আগেই আমাদের ওয়েবসাইটে শেয়ার করেছিলাম। তোমরা যদি চাও, তাহলে ক্লাস টেনের জ্ঞানচক্ষু গল্পের সেই MCQ & SAQ Question Answer গুলো আমাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারো।
WB Class 10 Bengal Suggestion 2023 || জ্ঞানচক্ষু গল্পের- মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩
ক্লাস টেনের জ্ঞানচক্ষু গল্পের সেই MCQ & SAQ Question Answer দেখতে হলে নিচের লিঙ্কে ক্লিক করো👇
WB Class 10 Bengali জ্ঞানচক্ষু গল্পের MCQ & SAQ Question Answer
জ্ঞানচক্ষু গল্পের 3 মার্কের প্রশ্নের সাজেশন
1- কথাটা শুনে তপনের চৌষ মার্বেল হয়ে গেলা কোন কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল। মার্বেল হয়ে গেলা কথাটি কী
অর্থে ব্যবহৃত হয়েছে? তপন কী শুনেছিল।
2- রত্নের মূল্য জহুরির কাছেই – উরিটির প্রসঙ্গ নির্দেশ করো। কে, কখন একথা ভেবেছে?
3- গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের- তপনের গায়ে কাঁটা দিয়ে উঠল কেন? 4- যেন নেশায় পেয়েছে কার কথা বলা হয়েছে। তাকে কীসের নেশায় পেয়েছে।
5- শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে উপন। - তপন কী সংকল্প করে?
জ্ঞানচক্ষু গল্পের 5 মার্কের প্রশ্নের সাজেশন
1- আমি বলল সন্ধ্যাতারা'র সম্পাদক না করতে পারবে না। বক্তা কে? বক্তা কোন্ প্রসঙ্গে এই কথা বলেছেন?
2- 'পৃথিবীতে এমন আলৗকিক ঘটনাও ঘটে' - অলৌকিক ঘটনাটি কী? কার মধ্যে, কেন এমন ভাবনার উদয় হয়েছিল। 'অলৌকিক ঘটনা'র আনও উদ্ভিট বারি উপভোগ করতে পারেনি কেন?
3-এর মধ্য কোথা?"- উক্তিটির তাৎপর্য কোথায়?
4- তপন আর পড়তে পারে না। বোবার মতো বসে থাকে।" - তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো।
5- আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন' 'আজ' বলতে কোন দিনের কথা বলা হয়েছে। তপনের এমন মনে। হওয়ার কারণ কী?
6- “জ্ঞানচক্ষু গল্পে " জ্ঞানচক্ষু " বলতে কী বোঝানো হয়েছে।
7- জ্ঞানচক্ষু খুলে গেল তপনের - জ্ঞানচক্ষু কীভাবে খুলে গেল?
8- তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের।" - কোন দুঃখ ও অপমানের কথা এখানে বলা হয়েছে বুঝিয়ে দাও।
9- জ্ঞানচক্ষু গল্পে তপনের চরিত্রটি বিশ্লেষণ করো।
10- জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা বিচার করো।
Tags :