প্রশ্নঃ কাকে এবং কেন মুক্তিদাতা জার বলা হয়?
উওরঃ রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। এখানে মুক্তিদাতা বলতে আলেকজান্ডারকে ভূমি দাসদের মুক্তিদাতা বোঝানো হয়েছে। কারণ রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার সর্বপ্রথম ভূমি দাসদের দুরাবস্থা এবং ভূমি দাসদের কারণে রাশিয়ার অগ্রগতির স্তব্ধতাকে উপলব্ধি করে তিনি সর্বপ্রথম ভূমিদাসদের মুক্তি দিয়ে তাদের সাধারণ নাগরিকে পরিণত করে তাদের উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এই কারণেই রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার মুক্তিদাতা জার হিসেবে পরিচিত।