অনুসারী শিল্প কাকে বলে?? || মাধ্যমিক ভূগোল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন উওর

0

অনুসারী শিল্প কাকে বলে?? 


উওর:   অনুসারী শিল্প বলতে বোঝায় যখন কোনো  বৃহদায়তন শিল্পের আশেপাশে কোনো ছোট শিল্প গড়ে ওঠে, অর্থাৎ কোনো বৃহৎ শিল্পকে নির্ভর করে কোনো ছোট শিল্প গড়ে ওঠে, তখন সেই বৃহৎ শিল্পকে অনুসরণ করে গড়ে ওঠা ছোট ছোট শিল্পগুলোকে অনুসারী শিল্প বলা হয়। যেমন কোন বৃহৎ মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্রের পাশে যখন কোনো  ছোট টায়ার, আঠা, প্লাস্টিকের কিছু প্রয়োজনীয় জিনিস শিল্প গড়ে ওঠে তখন সেগুলো হলো অনুসারী শিল্প।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top