দশম শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা বড় প্রশ্ন উত্তর || মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উওর

0

টীকা লেখ-জমিদার সভা | জমিদার সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য এবং জমিদার সভার কার্যাবলী সম্পর্কে আলোচনা

টীকা লেখ-জমিদার সভা | জমিদার সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য এবং জমিদার সভার কার্যাবলী সম্পর্কে আলোচনা
দশম শ্রেণির ইতিহাস সংঘবদ্ধতার গোড়ার কথা বড় প্রশ্ন উত্তর

আজকের বিষয়ঃ 

• জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয়?
• জমিদার সভার সম্পাদক কে ছিলেন?
• জমিদার সভার প্রথম সভাপতি কে ছিলেন?
• জমিদার সভার প্রাণপুরুষ কে ছিলেন?
• জমিদার সভার উদ্দেশ্য কি ছিল?

টীকা লেখ-জমিদার সভা | জমিদার সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য এবং জমিদার সভার কার্যাবলী সম্পর্কে আলোচনা


ভূমিকাঃ উনিশ শতকের মাঝামাঝি সময়ে ভারতের যে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলি গড়ে উঠেছিল তার মধ্যে উল্লেখযোগ্য হল-জমিদার সভা। ১৮৩৮ খ্রিস্টাব্দে দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে এবং রাজা রাধাকান্ত দেবের সভাপতিত্বে কলকাতায় জমিদার সভা প্রতিষ্ঠিত হয়। দ্বারকানাথ ঠাকুরকে এই জন্যই মূলত জমিদার সভার প্রাণপুরুষ বলা হতো। ১৮৩৮ খ্রিষ্টাব্দের দ্বারকানাথ ঠাকুর এবং রাজা রাধাকান্ত রাধাকান্ত দেবের মতো সমাজের উচ্চবিত্ত এবং নামকরা ব্যক্তিদের উদ্যোগে প্রতিষ্ঠিত সেই জমিদার সভা পরবর্তীকালে একটি নতুন নামে পরিচিত হয়েছিল। জমিদার সভার পরবর্তী নাম হয়েছিল "ভূমিমালিক সভা"। জমিদার সভা অবশ্য পরবর্তীকালে "ভূমিমালিক সভা" নামে অধিক পরিমাণে পরিচিতি লাভ করেছিল।

জমিদার সভার প্রতিষ্ঠাতা এবং সদস্যঃ


১৮৩৮ খ্রিস্টাব্দে দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে এবং রাজা রাধাকান্ত দেবের সভাপতিত্বে কলকাতায় জমিদার সভা প্রতিষ্ঠিত হয়। জমিদার সভার সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব এবং সম্পাদক ছিলেন প্রসন্নকুমার ঠাকুর। এছাড়াও জমিদার সভার কয়েকজন উল্লেখযোগ্য সদস্য ছিলেন "দ্বারকানাথ ঠাকুর" "রাজা রাধাকান্ত দেব" "প্রসন্নকুমার ঠাকুর" "রাজকমল সেন"প্রমূখ নামী জমিদার ভূস্বামী। 

জমিদার সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য বা লক্ষ্যঃ তৎকালীন বাংলার সমাজের বিশিষ্ট ব্যক্তিদের এবং জমিদারদের নিয়ে গঠিত জমিদার সভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল জমিদার শ্রেণির স্বার্থ রক্ষা করা।


বাংলা-বিহার-উড়িষ্যার জমিদারদের স্বার্থই মূলত দেখা হত। ব্রিটিশ আমলাতন্ত্রকে জমিদারদের স্বপক্ষে আনা। এছাড়া ভারতের সর্বত্র চিরস্থায়ী বন্দোবস্তের প্রসার ঘটানো। বিচার ও রাজস্ব বিভাগের সংস্কার ঘটনো। তবে জমিদার সভা যে শুধুমাত্র নিজেদের স্বার্থকেই বড় করে দেখে গেছে তা নয়। জমিদার সভা কিছু কিছু ক্ষেত্রে নিজেদের স্বার্থ সঙ্গে সঙ্গে বাংলায় কৃষকদের স্বার্থ রক্ষার চেষ্টা করেছিল। তবে তা পরোক্ষভাবে। কারণ জমিদার সভা সরকারের কাছে খাজনা বন্ধের বিরুদ্ধে যে দাবি বা আন্দোলন করেছিল, তার ফরে সরকার চাপে পড়ে যে খাজনা মুকুব হয়েছিল,তাতে জমিদারদের সঙ্গে সঙ্গে কৃষকদের অনেকটাই উপকার হয়েছিল।


• এই সভার আবেদনের ফলে সরকার 10 বিঘা পর্যন্ত ব্রহ্মোত্তর জমির খাজনা মুকুব করে।

• ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির সঙ্গে এই সভা ঘনিষ্ঠতা তৈরী করে। পরে এই সোসাইটির সঙ্গে যুক্ত হয়ে "ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন"গড়ে তোলে।এর প্রথম সভাপতি ছিলেন রাধাকান্ত দেব এবং প্রথম সম্পাদক হন দ্বারকানাথ ঠাকুর। 

*ডঃ রাজেন্দ্রলাল মিত্র মনে করতেন যে, "জমিদার সভাই ছিল ভারতের স্বাধীনতার অগ্রদূত"।

Tags: দশম শ্রেণির ইতিহাস সংঘবদ্ধতার গোড়ার কথা বড় প্রশ্ন উত্তর | মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর | class x history suggestion 2023 | class 10 history question answer & notes



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top