মেকলে মিনিট কি? এর গুরুত্ব কী ছিল?| সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের প্রশ্ন উত্তর

0

মেকলে মিনিট কি? এর গুরুত্ব কী ছিল?| সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের প্রশ্ন উত্তর

মেকলে মিনিট কি? এর গুরুত্ব কী ছিল?| সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের প্রশ্ন উত্তর
সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের প্রশ্ন উত্তর


উওর : 1813 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সনদ আইন অথবা চার্টার অ্যাক্ট পাস করে একথা ঘোষণা করে যে, ব্রিটিশ সরকার প্রতিবছর ভারতের শিক্ষার জন্য এক লক্ষ টাকা করে ব্যয় করবে। কিন্তু সেই এক লক্ষ টাকা ভারতের কোন ধরনের শিক্ষা ক্ষেত্রে অর্থাৎ আধুনিক পাশ্চাত্য নাকি প্রাচ্য শিক্ষা ক্ষেত্রে ব্যয় করা হবে, সেটা ঠিক করতে গঠিত হয় কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশন বা জনশিক্ষা কমিটি ব্রিটিশ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকারি শিক্ষানীতি কী হবে? সেই নিয়ে জনশিক্ষা কমিটির সদস্যদের মধ্যে প্রাচ্য-পাশ্চাত্য বির্তকের সৃষ্টি হয়।

আরও পড়ে দেখো👇

পৃথিবীর / ভারতের বিভিন্ন পর্বত ও তাদের সর্বোচ্চ শৃঙ্গ 

    ভারতের শিক্ষা বিষয়ক প্রাচ্য-পাশ্চাত্য বির্তকের অবসান ঘটাতে সেই সময়ের লর্ড উইলিয়াম বেন্টিং এর আইন সচিব, টমাস বেবিংটন মেকলে তার একটি প্রতিবেদন মাধ্যমে সরকারের কাছে আধুনিক পাশ্চাত্য শিক্ষাখাতে সেই এক লক্ষ ব্যয় করার জন্য আবেদন জানায়। টমাস বেবিংটন মেকলের সেই প্রতিবেদন ই " মেকলে মিনিট নামে পরিচিত। "। 

মেকলে মিনিট এর গুরুত্ব : 

সরকার টমাস বেবিংটন মেকলের সেই প্রতিবেদনটি স্বীকার করে, আধুনিক পাশ্চাত্য শিক্ষাকে সরকারি নীতি হিসেবে মেনে নিয়েছিল।

Tags : 

মেকলে প্রতিবেদন কাকে বলে?| মেকলে মিনিট কি? |সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের প্রশ্ন উত্তর  | ক্লাস 10 ইতিহাস প্রশ্ন উওর দ্বিতীয় অধ্যায় | ক্লাস 10 ইতিহাস বড় প্রশ্ন উওর দ্বিতীয় অধ্যায় | দশম শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর দ্বিতীয় অধ্যায় 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top