উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কিরূপ ছিল? অথবা,পাশ্চাত্য শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে লেখ

0

 

উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কিরূপ ছিল? অথবা,পাশ্চাত্য শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে লেখ

উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কিরূপ ছিল? অথবা,পাশ্চাত্য শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে লেখ


আমাদের ওয়েবসাইটে ক্লাস টেনের ইতিহাসের ( wb class 10 history ) বিভিন্ন অধ্যায়ের প্রশ্ন উওর শেয়ার করা হয়েছে। এর আগের কিছু পোস্টে আমরা দশম শ্রেণির ইতিহাস ( class 10 history question answer ) দ্বিতীয় অধ্যায় " সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা " এর বেশ কিছু প্রশ্ন উওর এবং সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ে mcq question answers হিসাবে একটি free online mcq test ও শেয়ার করেছিলাম। আজকের এই পোস্টে মাধ্যমিক ইতিহাস বা দশম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায় " সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের বড় প্রশ্ন উওর ( class 10 history notes in Bengali ) হিসাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কিরূপ ছিল? এবং সেইসঙ্গে  " এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে বা প্রসারে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কিরূপ ছিল? " এই দুটি প্রশ্নের  উওর শেয়ার করবো।


উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কিরূপ ছিল? অথবা,পাশ্চাত্য শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে লেখ।


উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কিরূপ ছিল? অথবা,পাশ্চাত্য শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে লেখ।

উত্তর : 1857 সালের 24 শে জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে ভারতে উচ্চশিক্ষা পাশ্চাত্য শিক্ষার প্রসারে দরজা খুলে যায়। এই বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং এবং প্রথম উপাচার্য ছিলেন স্যার উইলিয়াম জোন্স কোলভিন। এবং প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার বন্দ্যোপাধ্যায়। 

কার্যাবলী

• প্রথম থেকেই পূর্ব মধ্য ভারতের বেশিরভাগ কলেজগুলি এই বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হতে শুরু করে। এছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজকে অনুমোদন দানের ব্যবস্থা করে। 

• সাহিত্য,বিজ্ঞান, শিল্পকর্ম প্রভৃতি বিষয়ে পরীক্ষা গ্রহণের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করা হয়। 

• বিশ্বের বিভিন্ন স্থান থেকে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের এনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা হয়। 

• 1882 সালে যেখানে কলেজের সংখ্যা ছিল 72 টি, সেখানে 1901 সালে বিশ্ববিদ্যালয়ের চেষ্টায় কলেজের সংখ্যা গিয়ে দাঁড়ায় 145 টিতে।


•  বৃত্তি প্রদান : এই বিশ্ববিদ্যালয়ের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করা। শিক্ষা প্রসারের জন্য প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি, ঈশান বৃত্তি, স্যার আশুতোষ স্বর্ণপদক ইত্যাদির ব্যবস্থা করা হয়।

প্রথম স্নাতক : কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রাজুয়েট বা স্নাতক ছিলেন যদুনাথ বোস এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। মহিলাদের মধ্যে প্রথম স্নাতক ছিলেন চন্দ্রমূখী বসু এবং কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। এশিয়ার প্রথম ডি.লিট ছাত্র ছিলেন বেনীমাধব বড়ুয়া। 

এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে বা প্রসারে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কিরূপ ছিল?


এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে বা প্রসারে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কিরূপ ছিল?

উওর : 

ভূমিকা : 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে ভারতে ব্রিটিশ জনস্বাস্থ্য নীতির প্রথম প্রতিফলন ঘটে। এবং ভারতে পাশ্চাত্য চিকিৎসা বিদ্যার সূচনা ঘটে। 

মেডিকেল কলেজের ভূমিকা :- 

▪ প্রশিক্ষণ:  পাশ্চাত্য চিকিৎসাবিদ্যা প্রশিক্ষণের জন্য 14 থেকে 20 বছর বয়সের 100 জন ভারতীয় ছাত্রের ভর্তির পরীক্ষা নেওয়া হয়। এর থেকে 49 জন ছাত্রকে নিয়ে শুরু হয় মেডিকেল কলেজের প্রথম ক্লাস। 

▪  পাঠ্যবিষয় : কলকাতা মেডিকেল কলেজে ব্যবহারিক রসায়ন,ব্যবহারিক মেডিসিন চিকিৎসা, ওষুধ তৈরি করা ইত্যাদি শেখানো হতো। প্রথমদিকে মেডিকেল কলেজে ইংরেজি মাধ্যমে পড়ানো হতো পরবর্তী সময় দেশীয় ভাষায় শিক্ষাদান শুরু হয়। 

বহির্বিভাগ: কলকাতা মেডিকেল কলেজে 20 টি শাখা বিশিষ্ট হাসপাতাল স্থাপন করা হয়। এবং পরে 100 টি শাখা বিশিষ্ট হাসপাতাল স্থাপন করা হয়।


ছাত্রদের বিদেশে প্রেরণ : ভোলানাথ দাস, দ্বারকান্থ গুপ্ত প্রমুখ ছিলেন সেযুগের বিলেত ফেরত ডাক্তার। তারা পরবর্তীতে বিভিন্ন জায়গাতে ডাক্তার হিসেবে নিযুক্ত হয়েছিলেন। 

পরিশেষে বলা যায়, পাশ্চাত্যের আধুনিক চিকিৎসা বিজ্ঞানের প্রসারে কলকাতা মেডিক্যাল কলেজের গুরুত্ব অপরিসীম। এই কলেজের জন্য জমি দান করেছিলেন মতিলাল শীল। এটি ছিল এশিয়া মহাদেশের দ্বিতীয় কলেজ যেখানে ইউরোপীয় চিকিৎসাবিদ্যা সেখানে শুরু হয়। রহিম খান এখান থেকে প্রথম মুসলিম ছাত্র হিসেবে ডাক্তারি পাশ করেন। এছাড়া মধুসূদন গুপ্ত শব ব্যবচ্ছেদ করে এক যুগান্তকারী ঘটনা পরিচয় দেন। কলকাতাকে মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠানের প্রথম উদ্যোগ নিয়েছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। 

দশম শ্রেণির ইতিহাস বা ক্লাস 10 ইতিহাস ( class 10 history question answer ) দ্বিতীয় অধ্যায় " সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা " এর বাকি বড় প্রশ্ন উওর গুলো বা বাকি class 10 history notes গুলো তোমরা পরবর্তীতে আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে।


Tags :

ক্লাস 10 ইতিহাস প্রশ্ন উওর দ্বিতীয় অধ্যায় | ক্লাস 10 ইতিহাস বড় প্রশ্ন উওর দ্বিতীয় অধ্যায় | দশম শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর দ্বিতীয় অধ্যায় | দশম শ্রেণির ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উওর | সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা বড় প্রশ্ন উত্তর | সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা প্রশ্ন উত্তর | class 10 history 2 nd chapter notes | মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় প্রশ্ন উত্তর | wb class 10 history question answer | wb class 10 history suggestion | History question answer|  class 10 history 2nd chapter question answer | class 10 history question answer | wb class 10 history notes in Bengali | history notes | class 10 history notes



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top