WB Class 10 Physical Science chapter 1 Question Answer in bengali | পরিবেশের জন্য ভাবনা প্রশ্ন উত্তর 2022
আজের এই পোস্টের মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো " দশম শ্রেণির ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায় " এর " পরিবেশের জন্য ভাবনা " অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর। আজকের এই পোস্টে " ক্লাস টেন ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায় " ( Class 10 Physical Science chapter 1 Question Answer in bengali )
" পরিবেশের জন্য ভাবনা " ( wb Class 10 Physical Science chapter 1 in bengali ) অধ্যায়ের প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উওর শেয়ার করা হয়েছে। wb class 10 এর ভৌতবিজ্ঞান পরিবেশের জন্য ভাবনা অধ্যায় থেকে যেই সমস্ত প্রশ্ন গুলো বিভিন্ন টেস্ট পেপার সমাধান করার সময় দেখা যায়, আজকের এই পোস্টে আমরা সেই " WB Class 10 Physical Science chapter 1 Question Answer in bengali | পরিবেশের জন্য ভাবনা প্রশ্ন উত্তর 2022 " তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আজকের এই প্রশ্ন উওর গুলো তোমরা শুধুমাত্র পরিবেশের জন্য ভাবনা শর্ট কোশ্চেন / পরিবেশের জন্য ভাবনা saq question answer হিসেবে নয়, সেই সঙ্গে তোমরা এই প্রশ্ন উওর গুলোকে " পরিবেশের জন্য ভাবনা mcq " হিসেবেও নোট করতে পারো।
WB Class 10 Physical Science chapter 1 Question Answer in bengali | পরিবেশের জন্য ভাবনা প্রশ্ন উত্তর 2022
1- বায়ুমণ্ডলের স্তরবিন্যাস কোন কোন বিষয়ে ভিত্তিতে করা হয়ে থাকে?
উওর : রাসায়নিক গঠন অনুসারে এবং তাপমাত্রার তারতম্য অনুসারে।
2- মেরু অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে কত কিমি উচ্চতা পর্যন্ত ট্রপোস্ফিয়ার বিস্তৃত থাকে?
উওর : 5-6 কিলোমিটার।
3- নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত?
উওর : 15 থেকে 18 কিলোমিটার।
4- বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তর টির নাম কি?
উত্তর: বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তরটির নাম হল -"ট্রপোস্ফিয়ার" ।
5- ক্যারম্যান রেখা কাকে বলে?
উওর : ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উচ্চতায় মহাকাশ এবং বায়ুমণ্ডলের সীমানা হিসেবে কাল্পনিক যে রেখা ব্যবহার করা হয়, তাকে ক্যারম্যান রেখা বলে।।
6- বায়ুমন্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি বজ্রপাত ইত্যাদি সংঘটিত হয়?
উত্তর : বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরটিতে।
7- বায়ুমন্ডলের কোন স্তরকে ক্ষুব্ধ মন্ডল বলা হয়?
উত্তর : বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরটিকে ক্ষুব্ধমন্ডল বলা হয় ।।
8- বায়ুমন্ডলের কোন দুটি স্তরের মধ্যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকে??
উত্তর: ট্রপোস্ফিয়ারের এবং মেসোস্ফিয়ার।
9- বায়ুমন্ডলের কয়টি প্রধান গ্যাসীয় উপাদানের নাম লেখ।
উওর : নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন-ডাই-অক্সাইড, আর্গন প্রভৃতি।
10- বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর টির নাম কি?
উওর : এক্সোস্ফিয়ার।
11- উচ্চতা বৃদ্ধির সাথে ট্রপোস্ফিয়ারের উষ্ণতা উষ্ণতা কীভাবে পরিবর্তিত হয়?
উওর : ট্রপোস্ফিয়ার অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে প্রতি এক কিলোমিটার উচ্চতায় বায়ুর উষ্ণতা 6.4°C হারে কমে যায়।
12- বায়ুমন্ডলের কোন স্তর কে শান্ত মন্ডল বলা হয়?
উত্তর: স্ট্র্যাটোস্ফিয়ার।
13 - স্ট্রাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে নাকি বাড়ে?
উওর : উষ্ণতা বাড়ে।
14 - বায়ুমন্ডলের কোন স্তরে ওজোন স্তর রয়েছে?
উওর : স্ট্রাটোস্ফিয়ার।
15- বায়ুমন্ডলের কোন স্তরের মধ্যে জেট বিমান চলাচল করে???
উত্তর : স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে।
16- বায়ুমন্ডলের কোন স্তরের মধ্যে মৌক্তিক মেঘ ,(Nacreous Cloud , or " Mother Of Pearl ) দেখা যায়??
উত্তর: স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে মৌক্তিক মেঘ ,(Nacreous Cloud , or " Mother Of Pearl ) দেখা যায় ।।
17-বায়ুমন্ডলের কোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়??
উত্তর: ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়।।
18- কোন এককের সাহায্যে ওজোন গ্যাসের ঘনত্ব মাপা হয়?
উত্তর : ডবসন এককে।
19- কোন বিজ্ঞানী ওজোন গ্যাসের সংকেত আবিষ্কার করেছিলেন??
উত্তর : বিজ্ঞানী জে.এল.সোরেট।
20- সর্বপ্রথম কোন বিজ্ঞানী ওজোন গ্যাসের অস্তিত্বের কথা বলেছিলেন??
উত্তর : বিজ্ঞানী সি.এফ.স্কোনবি।
21- কোন বিজ্ঞানী সর্বপ্রথম ওজোন স্তরের ক্ষয় সম্পর্কে বলেছিলেন??
উত্তর: বিজ্ঞানী ডবসন।
22 - কয়েকটি প্রধান গ্রীন হাউস গ্যাসের নাম লেখো।
উওর : CO2,CH4,O2,N2O,H2O,CFC।
23- গ্রীন হাউস প্রভাব সৃষ্টিতে কোন গ্যাসের অবদান সবচাইতে বেশি??
উত্তর: কার্বন-ডাই-অক্সাইড (CO2)।
24 - কোন গ্যাসটি ওজোন স্তর ধ্বংসে সবচেয়ে বেশি দায়ী?
উওর : CFC
25 - CFC (সি.এফ.সি )এর পুরো নাম কি??
উত্তর : ক্লোরোফ্লুোরো কার্বন।।
26- ওজোন স্তর ধ্বংসে CFC- এর ভূমিকা কি??
উত্তর -ওজোন স্তর ধ্বংসে সি.এফ.সি অনুঘটকের কাজ করে।।
27- স্প্রে বোতলে থাকা কোন গ্যাসটি ওজোন স্তর ধ্বংস করে??
উত্তর -CFC গ্যাস।
28- বায়ুমণ্ডলের শীতলতম স্তরটির নাম কি??
উত্তর : মেসোস্ফিয়ার ।।
29- বায়ুমন্ডলের কোন স্তরের মধ্যে নৈশদ্যুতি মেঘ (Noctilucent Cloud) দেখা যায় ???
উত্তর: মেসোস্ফিয়ার।
30- বায়ুমন্ডলের কোন স্তরে মহাকাশ থেকে আগত সমস্ত উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়??
উত্তর : মেসোস্ফিয়ার স্তরে।
31- বায়ুমন্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়??
উত্তর - আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়।।
32- বায়ুমন্ডলের কোন স্তরের মধ্যে মেরুজ্যোতি বা মেরুপ্রভা দেখা যায়??
উত্তর : আয়োনোস্ফিয়ার স্তরে ।।
33- বায়ুমন্ডলের কোন স্তরে মেরুজ্যোতি সৃষ্টি হয়??
উত্তর: থার্মোস্ফিয়ার বা আয়োস্ফিয়ার স্তরে মেরুজ্যোতি সৃষ্টি হয়।।
34 - বায়ুমন্ডলের কোন স্তর থেকে কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীকে আবর্তন করে??
উত্তর : এক্সোস্ফিয়ার স্তরে।
35- CFC গ্যাসের উৎস কি?
উওর : এসি, ফ্রীজ, স্প্রে বোতল ইত্যাদি।
36 - গ্রীন হাউস প্রভাব কমানোর সবচেয়ে উপযোগী ও প্রাথমিকভাবে উপায় কী?
উওর: জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো।
37 - কী দ্বারা সৌর কোশ নির্মিত হয়??
উত্তর : অর্ধপরিবাহী পদার্থ দ্বারা সৌর কোশ নির্মিত হয়।।
38 - বায়ুমন্ডলে কোন গ্যাসীয় উপাদানের পরিমাণ সবচেয়ে বেশি?
উওর : নাইট্রোজেন ( 78.08%)
39 - বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত?
উওর : 20.94%
40- বায়ুমন্ডলের কোন স্তরে ওজোন স্তর থাকে?
উওর : স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের 15-35 কিমির মধ্যে।
41- কোন জ্বালানিতে কার্বন নেই কিন্তু কার তাপন মূল্য অনেক বেশি??
উত্তর : হাইড্রোজেন ( H2 )।
42- বায়োগ্যাসের মুল উপাদান কী??
উওর : মিথেন।
43 - বায়োগ্যাস প্লান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে পরিনত করে তাদের কি বলা হয়??
উত্তর : মিথানোজেনিক ব্যাকটেরিয়া।
44 - একপ্রকার মিথেনোজেনিক ব্যাকটেরিয়ার উদাহরণ দাও।
উওর : মিথানোকক্কাস।
45- মিথেন হাইড্রেট কাকে বলে?
উত্তর : মিথেন হাইড্রেট হল নির্দিষ্ট মানের চাপ এবং তাপমাত্রায় জলের অনুগুলির খাঁচার মতো গঠন করে এবং তার মধ্যে মিথেন অনুগুলি থাকে ,একে মিথেন হাইড্রেট বলে।।
46 - মিথেন হাইড্রেট এর সংকেত লেখো।
উওর : 4CH4, 23H2O।
47- বায়ুকলের সাহায্যে তড়িৎ শক্তি উৎপাদন করার জন্য বায়ুর ন্যূনতম গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হওয়া উচিত??
উওর : ঘন্টায় 15 কিমি ।
48- সৌর কোষে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়??
উত্তর : আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়।
49 - সৌরকোশের ব্যবহার কী??
উওর : সৌরকোশের মাধ্যমে সূর্যের আলোকশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করার ক্ষেত্রে ব্যবহার করা হয়।
50- মিথেন হাইড্রেড থেকে পাওয়া যায় ____গ্যাস।
উওর : মিথেন।
51- রেফ্রিজারেটারে কোন গ্যাস দ্রাবক রূপে ব্যবহৃত হয়?
উওর: CFC।
আশাকরি যে " দশম শ্রেণির ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায় " ( Class 10 Physical Science chapter 1 in bengali) - " পরিবেশের জন্য ভাবনা " ( Class 10 Physical Science chapter 1 Question Answer in bengali ) থেকে দেওয়া আজকের এই " WB Class 10 Physical Science chapter 1 Question Answer in bengali | পরিবেশের জন্য ভাবনা প্রশ্ন উত্তর 2022 " তোমাদের একটু হলেও উপকার করবে। পরবর্তীতে আমরা ক্লাস 10 এর ভৌতবিজ্ঞানের ( WBBSE Class 10 Physical Science ) বাকি অধ্যায়ের প্রশ্ন উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো।।