আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়- রাজনৈতিক বিবর্তন শাসনকার্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন-" পলিস বলতে কী বোঝো, গ্রিক পলিস এর বৈশিষ্ট্য, প্রাচীন পলিসের পতনের কারণ গুলি কি কি? " এর উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো।
পলিস কী বা কাকে বলে? | গ্রিক পলিসের বৈশিষ্ট্য কী ছিল? প্রাচীন পলিসের পতনের কারণ গুলি আলোচনা করো
◆ ভূমিকা : প্রাচীন গ্রিসে খ্রিস্টপূর্ব সপ্তম থেকে অষ্টম শতকে এক নতুন ধরনের রাষ্ট্রীয় পরিকাঠামো গড়ে ওঠে। যা বৃহদায়তন রাষ্ট্রের অধীনে থেকে ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্র হিসেবে গড়ে উঠেছিল। প্রাচীন গ্রিসের এই ক্ষুদ্র নগররাষ্ট্র গুলিকেই পলিস বলা হতো। প্রাচীন গ্রিসে আনুমানিক 1500 - 1600 পলিসের অস্তিত্ব ছিল বলে অনেকে মনে করেন।
প্রাচীন পলিস গুলির মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যেত। যেমন -
◆ আয়তন ; পলিসের প্রধান কিছু বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল পলিসের ক্ষুদ্র আয়তন। প্রাচীন পলিস গুলির আয়তন হত খুবই ক্ষুদ্র। তবে অনেক সময় এটাও দেখা গিয়েছে, যে কিছু কিছু ক্ষেত্রে পলিসের আয়তন বিশাল ও হতো। বেশিরভাগ পলিসের আয়তন ক্ষুদ্র হওয়ার কারণে, পলিসের নাগরিকরা প্রত্যক্ষভাবে শাসনকার্যের সঙ্গে অংশগ্রহণ করতে পারতেন।
◆ জনসংখ্যা : প্রাচীন পলিস গুলির মধ্যে বেশিরভাগ পলিসের আয়তন ছিল ক্ষুদ্র। তাই বেশিরভাগ পলিসের জনসংখ্যা ছিল খুবই কম।।কিন্তু প্রাচীন গ্রিসে এমন কিছু পলিশের অস্তিত্ব ছিল যার জনসংখ্যা 1 লক্ষেরও বেশি ছিল। কিন্তু বেশিরভাগ পলিসের জনসংখ্যাই সাধারণত কম হতো।
◆ শাসনব্যবস্থা : প্রাচীন গ্রিসের পলিস গুলিয়ে প্রথমদিকে রাজতন্ত্র প্রচলিত ছিল। অর্থাৎ পলিসের শাসনতন্ত্র ছিল একনায়কতান্ত্রিক। কিন্তু পরবর্তীকালে পলিসের বাসিন্দারা পলিসে রাজ শাসনতন্ত্রকে সরিয়ে প্রত্যক্ষ গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। এবং গণতন্ত্রের মাধ্যমে নিজেরাই নিজেদের শাসন পরিচালনা করতেন।
◆সমাজ বিন্যাস : পলিশের জনসংখ্যা বা সমাজ মূলত চার ভাগে বিভক্ত ছিল। যারা পলিসে জন্ম গ্রহণ করত,তারা নাগরিক হিসেবে গণ্য হতো। পলিসে বিদেশিদের বলা হতো মেটিক। এবং অধিকারহীন শ্রমিকদের ক্রীতদাস হিসেবে ভাগ করা হতো এবং সবচেয়ে বড় কথা হলো, পলিসে মহিলাদের কোনো নাগরিক অধিকার ছিল না। তাই মহিলাদের নাগরিক হিসেবে কখনো গণ্য করা হতো না।
◆ শাসনকেন্দ্র : পলিসে সঠিক শাসন পরিকাঠামো বজায় রাখার জন্য বা সঠিকভাবে পলিসের শাষন পরিচালনার জন্য প্রতিটি পলিসে একটি করে শাসনকেন্দ্র প্রতিষ্ঠা করা হতো। পলিসের শাসনকেন্দ্র গুলিকে বলা হতো " অ্যাক্রোপলিস "।
◆ আর্থিক অবস্থা ; বেশিরভাগ পলিসেই ক্রীতদাসদের অস্তিত্ব ছিল।। যার ফলে ক্রীতদাসদের মাধ্যমেই পলিসের কৃষিকাজ,শিল্প এবং অন্যান্য ক্ষেত্রে কাজ করানো হতো। এবং ক্রীতদাসদের শ্রমের জন্যেই পলিস গুলির আর্থিক ব্যবস্থার মূল পরিকাঠামো দাঁড়িয়ে থাকতো।
পলিসের পতনের কারণ গুলি আলোচনা করো | প্রাচীন পলিসের পতনের কারণ গুলি আলোচনা করো।
◆ সামরিক শক্তির অভাব : পড়ে স্কুলের পেছনের মূল কারণ ছিল সামরিক শক্তির অভাব কোন পলিসি সেরকম কোনো সামরিক বাহিনী ছিল না যার দ্বারা তারা অন্য কোন রাষ্ট্রের বা সাম্রাজ্যের যেকোনো ধরনের বহিরাক্রমণ কে প্রতিহত করতে পারতো।
◆ সুযোগ্য নেতার অভাব : পলিসের বেশীরভাগ জনগণ ছিল সাধারণ কৃষক। তারা কোনো সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত ছিল না যার ফলে পলিসের সামরিক বাহিনীতে সেরকম কেউ ছিল না,যে একজন সুযোগ্য সামরিক নেতা হিসেবে তার সামরিক বাহিনীকে যুদ্ধের সময় সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবে। এবং সঠিকভাবে বহিরাক্রমণকে প্রতিহত করবে।
◆ বহিরাক্রমণ : মনে করা হয় যে, পলিশ গুলির পতনের মূল কারণ ছিল বিভিন্ন বহিরাক্রমণ। পলিস গুলির সামরিক বাহিনীর দুর্বলতার কারণে, অন্যান্যে রাষ্ট্র বা রাজ্যের রাজারা খুব সহজেই পলিসগুলি দখল করেছিল। এবং এভাবে বহিরাক্রমণ ফলে পলিস গুলি ধীরে ধীরে অন্যান্য রাষ্ট্রের বা রাজ্যের অধীনে চলে যায়। ফল্ব আস্তে আস্তে করে তার পলিসগুলির পতন ঘটে।
◆ ঐক্যবদ্ধতার অভাব : পলিশ গুলির পতনের কারণ হিসেবে পলিসের নাগরিকদের মধ্যে ঐক্যবদ্ধতার অভাবটাও গুরুত্বপূর্ণ ছিল। পলিসের নাগরিকরা ঐক্যবদ্ধভাবে বহিরাক্রমণ বা পলিশের পতনের অন্যান্য কারণগুলির ক্ষেত্রে তারা ঐক্যবদ্ধভাবে কোনো কাজ করেননি বলে মনে করা হয়।
একাদশ শ্রেণির ইতিহাস বিভিন্ন অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের ওপর অনলাইন মকটেস্ট দিতে নিচের লিঙ্কগুলোতে ক্লিক করো👇👇
1- একাদশ শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়ের মকটেস্ট
2- একাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের মকটেস্ট
3- একাদশ শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের মকটেস্ট
4- একাদশ শ্রেণির ইতিহাস চতুর্থ অধ্যায়ের মকটেস্ট
5- একাদশ শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়ের MCQ
◆- একাদশ শ্রেণির ইতিহাস পঞ্চম অধ্যায়ের মকটেস্ট
6- একাদশ শ্রেণির ইতিহাস ষষ্ঠ অধ্যায়ের মকটেস্ট
◆ ম্যাসিডনীয় সাম্রাজ্যের দখল : পলিস গুলির সামরিক বাহিনী বা সামরিক শক্তি অত্যন্ত দুর্বল হওয়ায়, সেই সময়কার একটি শক্তিশালী সাম্রাজ্য - " ম্যাসিডনীয় " সাম্রাজ্যের সম্রাটরা, ধীরে ধীরে তাদের সুদক্ষ সেনাবাহিনী নিয়ে পলিসগুলি আক্রমণ করে। এবং তারা আস্তে আস্তে পলিস গুলি নিজেদের দখলে করে।। ফলে পলিস গুলি অন্যের দখলে গিয়ে নিজের অস্তিত্ব হারায়।
◆ অনাগরিকদের সংখ্যা বৃদ্ধি : পলিসের এর মধ্যে এক সময় নাগরিকদের তুলনায় অনাগরিকদের সংখ্যাই বেশি অনেক হয়ে গিয়েছিল। যার ফলে পলিস তার নিজস্ব বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছিল।
আশা করি আজকের এই পোস্ট থেকে তোমরা একাদশ শ্রেণির বড় প্রশ্ন উত্তর হিসেবে তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন " পলিস কাকে বলে? পলিস এর বৈশিষ্ট্য গুলি কি কি এবং প্রাচীন পলিশের পতনের কারণগুলি কি কি ছিল - তার উওর পেয়ে গেছো। একাদশ শ্রেণির ইতিহাস এই নোটটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য ইতিহাসের নোট বা অন্যান্য পোস্ট গুলো দেখতে পারো।
Tags :