দ্বাদশ শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর |
আজকের এই ব্লগ পোস্টের মাধ্যমে আমরা দ্বাদশ শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ঃ ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়মিত এবং অনিয়মিত সাম্রাজ্যের (West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023 ) একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা বিষয় 'ভারত ও চীনের ঔপনিবেশিক শক্তিগুলির আধিপত্যের তুলনামূলক আলোচনা' প্রশ্নটির উওর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর নিয়মিত ক্লাস 12 সহ অন্যান্য ক্লাসের নোট এবং মকটেস্ট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে থাকো।
ভারত ও চীনের ঔপনিবেশিক শক্তিগুলির আধিপত্যের তুলনামূলক আলোচনা
ভূমিকাঃ 1498 খ্রিস্টাব্দে কলম্বাস ও আমেরিকা ভেসপুচির সমুদ্রযাত্রার পরে বিভিন্ন নতুন নতুন দেশ আবিষ্কারের পরেই ইউরোপের অন্যান্য শক্তিগুলো নিজেদের উপনিবেশ গড়ে তুলতে শুরু করেছিল। ইউরোপের শক্তিশালী দেশ গুলির মধ্যে ফ্রান্স, ব্রিটেন, স্পেন, পোর্তুগাল, রাশিয়া প্রভৃতি ছিল উল্লেখযোগ্য। ইউরোপের এই শক্তিগুলি চীন এবং ভারতবর্ষে নিজেদের উপনিবেশ গড়ে তুলেছিল। কিন্তু ইউরোপের শক্তিগুলির ভারত এবং চীনে উপনিবেশ গড়ে তোলার ক্ষেত্রে বিভিন্ন সাদৃশ্য এবং বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। সেগুলো ভারত ও চীনে ঔপনিবেশিক শক্তিগুলির আধিপত্যে বিস্তারের তুলনামূলক আলোচনার মাধ্যমে দেখতে পারি। যেমন -
বিদেশিদের আগমনকালঃ-
• ভারতে ব্রিটিশদের আগমন শুরু হয়েছিল 1498 খ্রিস্টাব্দে। এ সময় একজন পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা সমুদ্র পথে যাত্রা করে সর্বপ্রথম ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছান। এবং তার আসার পর থেকেই ইউরোপের অন্যান্য শক্তিশালী বণিক জাতি- ইংরেজরা, ফরাসিরা,ওলন্দাজ, দিনেমার প্রভৃতি ভারতে আসতে শুরু করে।
• চীনে মূলত বিদেশিদের আগমন হয়েছিল 1516 খ্রিস্টাব্দে রাফায়েল পেরস্ট্রোল নামে একজন পর্তুগিজ বণিকের হাত ধরে। সে পর্তুগিজ বণিকের চীনে আসা এবং তিনি বাণিজ্য করে অধিক মুনাফা লাভের পর থেকেই ইউরোপের অন্যান্য শক্তিগুলো আসতে শুরু করে এবং সেখানে নিজেদের আধিপত্য বিস্তার করতে শুরু করে।
বিদেশিদের আগমনের উদ্দেশ্যঃ-
• কলম্বাসের ভারত আবিষ্কারের পরে ইউরোপের অন্যান্য জাতিগুলো ভারতে এসেছিল মূলত বাণিজ্য করার উদ্দেশ্য নিয়ে। ভারতে বাণিজ্য করে অথবা ভারত থেকে কাঁচামাল সংগ্রহ করে তারা মূলত অধিক মুনাফা লাভের জন্যই ভারতে এসেছিল।
• ভারতের মতো চিনেও ঠিক একইভাবে বিদেশি শক্তি গুলি মূলত বাণিজ্য করে অধিক মুনাফা লাভের জন্য নিজেদের আগমন ঘটিয়েছিল।
আধিপত্য বিস্তারের জন্য যুদ্ধঃ-
• ভারতে ইউরোপীয় শক্তি গুলির মধ্যে ইংরেজরাই সবচেয়ে বেশি নিজেদের আধিপত্য বিস্তার করতে পেরেছিল। ইংরেজরা বিভিন্ন কারণে 1757 খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলা সঙ্গে পলাশীর যুদ্ধে লিপ্ত হয়। এই যুদ্ধে নবাব সিরাজ পরাজিত হলে বাংলায় ইংরেজদের ক্ষমতা বৃদ্ধি পায়। এরপর 1764 খ্রিস্টাব্দের বক্সারের যুদ্ধের পর, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে ভারতের বিভিন্ন অঞ্চলের দখল করলে সমস্ত ভারত ব্রিটিশদের হাতে চলে যায়।
• অন্যদিকে ক্যান্টন বাণিজ্য প্রথাকে কেন্দ্র করে ইংরেজদের সঙ্গে চীন সরকারের সংঘর্ষ বাঁধে। যার ফলে 1839 খ্রিস্টাব্দে প্রথম চীনের বিরুদ্ধে ইংরেজদের আফিমের যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে চীন পরাজিত হলে 1842 খ্রিষ্টাব্দে প্রথম নানকিং এর সন্ধির মাধ্যমে ইংরেজরা চীনে নিজদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়। এরপর আরও বিভিন্ন যুদ্ধ এবং সন্ধির মাধ্যমে ইউরোপীয় শক্তিগুলি ধীরে ধীরে চীনে নিজেদের আধিপত্য বিস্তারে সক্ষম হয়।
বিদেশিদের বাণিজ্য স্থাপনঃ-
• শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডের কল-কারখানাগুলোকে অল্প সময়ের মধ্যেই তৈরি করা উন্নত মানের শিল্পপণ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিনাশুল্কে ভারতে নিয়ে আসে এবং ভারতের অভ্যন্তরীণ বাণিজ্য দখল করে সেখানে বাণিজ্য করতে থাকে।
• ঠিক একইভাবে ভারতের মতো চীনেও বিদেশি শক্তিগুলি ক্যান্টন সহ আরও বিভিন্ন বন্দরে বাণিজ্য করার অধিকার পেলে, তারা সেখানে নিজেদের দেশের কলকারখানায় উৎপাদিত দ্রব্য চীনে আমদানি করে সেখানে বাণিজ্য করতে থাকে।।
কাঁচামাল রপ্তানিকারক দেশঃ-
• ভারতে ব্রিটিশদের আধিপত্য প্রতিষ্ঠিত হওয়ার পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতকে তাদের কাঁচামাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিণত করেছিল।
• অন্যদিকে চীনকে ইউরোপীয় শক্তিগুলি,- রাশিয়া,স্পেন, পর্তুগিজ, ফ্রান্স,ব্রিটেন প্রভৃতি দেশগুলি নিজেদের কাঁচামাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিণত করে। চীন থেকে তারা মূলত সবুজ চা,বিভিন্ন প্রাকৃতিক ও খনিজ সম্পদ,দারুচিনি প্রভৃতি নিজেদের দেশে রপ্তানি করতে থাকে।
রেলপথের প্রসারঃ-
• 'ব্রিটিশ সরকার ইংল্যান্ডের শিল্পোৎপাদনের প্রয়োজনে ভারতের প্রত্যন্ত অঞ্চলগুলির কাঁচামাল বন্দরে পৌঁছে দেওয়া, বিলাতি শিল্পপণ্য ভারতের দূরদূরান্তের বাজারগুলিতে পৌঁছে দেওয়া, দ্রুত সেনাবাহিনী প্রেরণ প্রভৃতি উদ্দেশ্যে ভারতে রেলপথ নির্মাণ শুরু করে।
• অন্যদিকে ইউরোপের শক্তিগুলি চীনের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা কাঁচামাল গুলি নিজেদের দেশে নিয়ে যাওয়ার জন্য রেলপথের প্রসার ঘটিয়েছিল।
বিদেশি শক্তির বিরুদ্ধে বিদ্রোহঃ-
• ব্রিটিশ সরকার এবং ভারতের জমিদার ও মহাজনদের দ্বারা শোষিত ও নির্যাতিত প্রজারা বারংবার বিদ্রোহ ও আন্দোলনে শামিল হয়। এসব আন্দোলনের মধ্যে উল্লেখযোগ্য ছিল কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, ফরাজি আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, রংপুর বিদ্রোহ, মহাবিদ্রোহ, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন প্রভৃতি।
• বিদেশি বণিকদের শোষণ এবং মাঞ্জু রাজবংশের অপশাসনের বিরুদ্ধে চিনের সাধারণ শোষিত ও নির্যাতিত মানুষ বিভিন্ন বিদ্রোহ ও আন্দোলনে শামিল হয়। এসব আন্দোলনের মধ্যে উল্লেখযোগ্য ছিল। শ্বেতপদ্ম সমিতির আন্দোলন, তাইপিং বিদ্রোহ, বক্সার বিদ্রোহ, ১৯১১ খ্রিস্টাব্দের প্রজাতান্ত্রিক বিপ্লব, ১৯১৯ খ্রিস্টাব্দের ৪ মে-র আন্দোলন, ১৯৪৯ খ্রিস্টাব্দের কমিউনিস্ট আন্দোলন প্রভৃতি।
ভারত এবং চীনে ঔপনিবেশিক শক্তি গুলির আধিপত্য বিস্তারের ক্ষেত্রে যেমন কিছু সাদৃশ্য রয়েছে ঠিক তেমনই কিছু বৈসাদৃশ্য রয়েছে। যেমন -
• ভারতে প্রথম থেকে বিদেশী শক্তির আগমনকে নিয়ে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। কিন্তু চিনে বিদেশী বণিকদের আগমনকে নিয়ে চীন সরকার বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করেছিল।
• ভারতের ক্ষেত্রে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পূর্ণ আধিপত্য বিস্তার করেছিল। অর্থাৎ ভারতেকে তারা সম্পূর্ণভাবে নিজেদের ইচ্ছেমতো শাসন করতো।কিন্তু চীনের ক্ষেত্রে সেরকমটা দেখা যায়নি।
• ভারতের ক্ষেত্রে ইউরোপের বিভিন্ন শক্তিগুলি বাণিজ্য করতে আসে ও পরবর্তীকালে শুধুমাত্র ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ইংরেজরা ভারতে নিজেদের দখলে রাখতে পেরেছিল। কিন্তু অপরদিকে চীন সম্পূর্ণভাবে ইংরেজদের দখলে বা ইউরোপীয় শক্তির দখলে যায়নি। চীনে মূলত রাশিয়া,স্পেন,ইংল্যান্ড প্রভৃতি শক্তিগুলির আধিপত্য ছিল।
আশাকরি, দ্বাদশ শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় বা উচ্চ মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ঃ ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়মিত এবং অনিয়মিত সাম্রাজ্যের (West Bengal Board Class 12 History Question Answer & Suggestion 2023 ) থেকে 'ভারত ও চীনের ঔপনিবেশিক শক্তিগুলির আধিপত্যের তুলনামূলক আলোচনা' সম্পর্কে যে নোট দেওয়া হয়েছে, তা তোমাদের কাজে আসবে।।
Tags :
Class 12 history notes | hs history suggestion | wb class 12 history question answer and suggestion 2023 | দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন উওর এবং সাজেশন | দ্বাদশ শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায়ের বড় প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় বড় প্রশ্ন উওর | দ্বাদশ শ্রেণির ইতিহাস তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য প্রশ্ন উত্তর | wb class 12 History question answer | wb class xii History question answer | hs History question answer & suggestion 2023